About Our Principal

01-02-2020

প্রফেসর মো: আবু বকর ছিদ্দিক, অধ্যক্ষ, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, তিনি একজন রসায়ন শাস্ত্রের অধ্যাপক, শিক্ষা প্রশাসক এবং রসায়ন বিষয়ের লেখক।


জন্ম স্থান : ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। জন্ম তারিখ : ০৭ মার্চ, ১৯৬৭ খ্রি:

শিক্ষাগত যোগ্যতা : কুমারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পঞ্চগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষাজীবন শুরু করেন। পরবর্তীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় হতে ৬ষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এবং সালন্দর উচ্চ বিদ্যালয় হতে এস এস সি পরীক্ষা ১৯৮২ সালে বিজ্ঞান বিভাগ থেকে ১ম বিভাগে উত্তীর্ণ হোন। কারমাইকেল কলেজ, রংপুর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ১৯৮৪ সালে বিজ্ঞান বিভাগ থেকে ২য় বিভাগে উত্তীর্ণ হোন। এরপর ১৯৮৫-৮৬ শিক্ষাবর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রসায়ন শাস্ত্রে ভর্তি হোন এবং ২য় শ্রেণিতে ¯œাতক সম্মান ও ১ম শ্রেণিতে ¯œাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

পারিবারিক পরিচয় : ১৯৯৫ সালের ৩১ মে কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক জনাব জে এম বেলাল হোসেন সরকারের প্রথম কন্যা রওনক হোসনে আরা (শিল্পী) এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। পারিবারিক জীবনে তিনি এক কন্যা নশিন নাওয়ার, এম বি বি এস ৪র্থ বর্ষের ছাত্রী, (জঅগঈ) ও এক ছেলে সামিন নওরোজ, সি এস ই (অওটই) এর ১ম বর্ষের ছাত্র এর জনক।  

কর্মময় জীবন : ১৯৯৩ সালের ১৬ নভেম্বর ১৪’শ বিসিএস’র মাধ্যমে ঠাকুরগাঁও সরকারি কলেজে প্রভাষক, রসায়ন বিভাগে যোগদান করেন। পরবর্তীতে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, কারমাইকেল কলেজ, রংপুর এবং মঠবাড়িয়া সরকারি কলেজ, পিরোজপুর সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে উপাধ্যক্ষ হিসেবে ঠাকুরগাঁও সরকারি কলেজে যোগদান করেন। ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত উপাধ্যক্ষ হিসেবে ঠাকুরগাঁও সরকারি কলেজে কর্মরত ছিলেন। ২০১৭ সালের আগষ্ট মাসে অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়ে অধ্যক্ষ হিসেবে ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছেন। তিনি সৃজনশীল মনের অধিকারী। কলেজের পরিবেশ ও স্যানেটেশন ব্যবস্থার ব্যাপক পরিবর্তন সাধন করেন। ইনোভেশন আইডিয়া হিসেবে তিনি ছাত্রীদের ঋতুকালীন সেনেটারি প্যাড বিনামূল্যে সরবরাহ করেন। শিখন শিখানোর পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম এবং মূল্যবোধের উপর গুরুত্ব আরোপ করে থাকেন। বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়েও অনেক কাজ করে থাকেন। সর্বোপরি অনার্স পর্যায়ে তাঁর ০২ টি বই নন মেজর রসায়ন প্রকাশ পেয়েছে।

Download click here...
notice